/
স্বাগতম  পরিচিতি স্বাগতম  পরিচিতি

স্বাগতম পরিচিতি - PowerPoint Presentation

easyho
easyho . @easyho
Follow
342 views
Uploaded On 2020-08-29

স্বাগতম পরিচিতি - PPT Presentation

শকষক পঠ টল সরকর সহকর শকষক কদরখল মধযমক বদযলয় রমপল বগরহট ID: 811023

office excel button excel office button

Share:

Link:

Embed:

Download Presentation from below link

Download The PPT/PDF document "স্বাগতম পরিচি..." is the property of its rightful owner. Permission is granted to download and print the materials on this web site for personal, non-commercial use only, and to display it on your personal computer provided you do not modify the materials and that you retain all copyright notices contained in the materials. By downloading content from our website, you accept the terms of this agreement.


Presentation Transcript

Slide1

স্বাগতম

Slide2

পরিচিতি

শিক্ষক

পাঠ

টুলু

সরকার (সহকারী শিক্ষক)

কাদিরখোলা মাধ্যমিক বিদ্যালয়

রামপাল , বাগেরহাট ।

E-mail: tulusarker81@gmail.com

Mobile:01723-570381

শ্রেণিঃ অষ্টমবিষয়ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঅধ্যায়: চতুর্থসময়ঃ ৫০ মিনিট তারিখঃ ২৫/০৯/২০১৯

Slide3

ভেবে

বল

-

হিসাব-নিকাশের

জন্য

কোন প্রোগ্রাম

ব্যবহার করা হয়?

Slide4

আজকের পাঠের বিষয়-

মাইক্রোসফট

এক্সেল

পরিচিতি

Slide5

শিখনফল

এই পাঠ শেষে শিক্ষার্থীরা

১।

এমএস

এক্সেল

ওপেন করতে পারবে;

২। এমএস এক্সেলে ইউণ্ডোর বর্ণনা দিতে পারবে;৩। ধাপ অনুসরণ করে

Ms

-excel

প্রোগ্রামে

নতুন

ওয়ার্ক

সিট

খুলতে

পারবে

Slide6

Spreadsheet

অর্থ

কী

?

স্পেডসিটের

আভিধানিক

অর্থ হল

ছাড়ানো বড় মাপের কাগজ বা পাতা

Spread Sheetছাড়ানো বা বিশ্রিতকাগজ বা পাতা

Slide7

প্রাচীন

হিসাব

রাখার

পদ্ধতি

পাথরের

গায়ে

বিভিন্ন চিহ্ন দিয়ে

হিসাব রাখার কাজ করতগাছের বাকলে বিভিন্ন চিহ্ন দিয়ে

হিসাব রাখার

কাজ

করত

জন

নেপিয়ার

নামে

একজন

বিজ্ঞানী

হাড়ের

গায়ে

দাগ

কেটে

হিসাব

করার

পদ্ধতি

আবিষ্কার

করেন।

পাথর

কাঠের

গায়ে দাগ কেটে হিসাব করত

হাতের

কর

গুণে

হিসাব

করত

Slide8

কয়েকটি

স্প্রেডসিট

প্রোগ্রাম

VisiCalc

এ্যাপেল

কোম্পানি

এক্সেল

মাইক্রোসফট

কোম্পানিOpen Office Calc

Kspread

Slide9

স্প্রেডসিট

হল

এক

ধরণের

কম্পিউটার

প্রোগ্রাম

এটিকে

ওয়ার্কবুক বলা হয়

রেজিস্টার খাতার পৃষ্ঠার ন্যায় এখানে অনেকগুলো ওয়ার্কসিট থাকে একটি ওয়ার্কসিট অনেকগুলো

সারি ও

কলাম

থাকে

স্প্রেডশিট

প্রোগ্রাম

Slide10

ওয়ার্কসিটের

গঠন

কলামের

শিরোনাম

হয়

অক্ষর দিয়েসারিরশিরোনাম হয় সংখ্যা

দিয়েকলামের শিরোনাম B ও সারি শিরোনাম 2 হলে ছেদ বিন্দুতে অবস্থাকারী সেলের

নাম B2

কলাম

সারির

মিলিত

স্থান

হল

সেল

Slide11

এক্সেল

খোলার

পদ্ধতি

All Programs

MS Office

MS Excel Start Button Click

Slide12

অথবা

কম্পিউটারের

ডেস্কটপে

স্প্রেডসিট

প্রোগ্রামের

আইকনে ডাবল ক্লিক করে।

Slide13

স্প্রেডসিটে

অসংখ্য

ছোট

ছোট

ঘর মিলে

হয়

ওয়ার্কসিটওয়ার্কশীট

Slide14

Book1 - Microsoft Excel

টাইটেল

বার

এক্সেল

উইনডোর

একবারে উপরে ওয়ার্কবুকের শিরোনাম লেখা

থাকে।

Slide15

অফিস

বাটন

এক্সেল

উইন্ডোর

একবারে

উপরের বাম

কোনার দিকে বাটনটি হল অফিস বাটন।

Slide16

অফিস

বাটনের

মেনুসমূহ

নতুন

বুকশীট

আনার জন্য সেভ করা ফাইল খোলা

জন্যফইল গুটিয়ে ফেলা।  ১ম বার ফাইল সংরক্ষণ করার জন্য ডকুমেন্টটি

অন্য

নামে

বা

অন্য

স্থানে

সংরক্ষণের

জন্য

ডাটা

অন্যস্থানের

পাঠানোর

জন্য

ডাটা

প্রিন্ট

করার

জন্য

ডাটা

বিভ্ন্নি

মাধ্যমে প্রকাশ

করার জন্য

Slide17

কুইক

অ্যাকসেস

টুলবার

অফিস

বাটনের

পাশে কুইক

অ্যাকসেস টুলবারের অবস্থান। সচরাচর যে বাটনগুলো

বেশি ব্যবহৃত হয়, সেগুলো এখানে থাকে।

Slide18

রিবন

মাইক্রোসফট

এক্সেলে

বিভিন্ন

কমান্ডকে

গুচ্ছাকারে সাজানো হয়েছে। এগুলোকে রিবন

বলে।মেনু ট্যাবচিত্রভিত্তিক কমান্ড (আইকন)মেনু

ট্যাবের আওতায়

বিভিন্ন

গ্রুপ

ট্যাব

Slide19

সেল

অবস্থান

সেলের

বিষয়বস্তু

দেখানোর

বার বা

ফর্মুলা বার

ফর্মেটিং টুলবারের নীচে লম্বা

দু’টি অংশে বিভক্ত বারটিকে ফর্মুলা বার

Slide20

শিট

ট্যাব

ওয়ার্কবুক

উইন্ডোর

নীচে

বামদিকে শীট

ট্যাব। একটি ওয়ার্কবুকে সাধারণত: তিনটি ওয়ার্কশীট থাকে। যেমন : Sheet 1

Slide21

New File

তৈরী

করার নিয়ম

4. Create

1. Office Button

2. New

3. Blank Workbook

Slide22

কি-বোর্ডের

মাধ্যমে

নতুন

ওয়ার্কশিট

খোলা

Ctrl+n

চেপে নতুন ওয়ার্কশিট খোলা যায়।

Slide23

জোড়ায়

কাজ

Ms

-excel

প্রোগ্রাম

ব্যবহার

করে একটি নতুন ওয়ার্কসিট খোলার ধাপগুলো লিখ

Slide24

মূল্যায়ন

১।

স্প্রেডসিট

কী

?

২। ২টি প্রাচীন

গণনা যন্ত্রের

নাম কী?৩। ১টি ওয়ার্কসিটে কতটি সারি থাকে? ৪।

স্প্রেডসিট সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্য কী?

Slide25

বাড়ির কাজ

তোমার

বিদ্যালয়ের

কোন

কোন

ক্ষেত্রে

স্প্রেডসিট

প্রোগ্রাম

ব্যবহার

করা

হয়

?

Slide26

ধন্যবাদ সবাইকে

Related Contents


Next Show more