/
Heredity and environment controversy in development Heredity and environment controversy in development

Heredity and environment controversy in development - PowerPoint Presentation

FoxyLady
FoxyLady . @FoxyLady
Follow
342 views
Uploaded On 2022-07-28

Heredity and environment controversy in development - PPT Presentation

শররক গঠন Physical features বযকতর শররক গঠন নরভর কর তদর বশগতর ID: 931302

leahy psychosis newman freeman psychosis leahy freeman newman foster holzinger burk genetic schizophrenia depressive child manic menstruation intelligent functional

Share:

Link:

Embed:

Download Presentation from below link

Download Presentation The PPT/PDF document "Heredity and environment controversy in ..." is the property of its rightful owner. Permission is granted to download and print the materials on this web site for personal, non-commercial use only, and to display it on your personal computer provided you do not modify the materials and that you retain all copyright notices contained in the materials. By downloading content from our website, you accept the terms of this agreement.


Presentation Transcript

Slide1

Heredity and environment controversy in development

শারীরিক

গঠন

( Physical features):

ব্যক্তির

শারীরিক

গঠন

নির্ভর

করে

তাদের

বংশগতির

উপর

Mossen

Conger

এবং

Kagon

বলেছেন

কতগুলি

শারীরিক

বৈশিষ্ট

আমরা

বংশগত

ভাবে

অর্জন

করি

যেমন

চোখ

,

মুখ

,

চুল

,

নাক

,

চামড়া

,

চোখের

রং

ইত্যাদি

এগুলো

সম্পূর্ণ

ভাবে

জীনের

প্রত্যক্ষ

কাজের

ফলাফল

ব্যতিক্রম

আবার

অনেক

সময়

পরিবেশগত

কারনে

শারিরীক

গঠনের

পার্থক্য

বা

পরিবর্তন

দেখা

যায়

যেমন

বংশে

কারও

মাথায়

টাক

না

থাকলেও

পরিবেশগত

কারনে

অনেক

সময়

চুল

পড়ে

গিয়ে

মাথায়

টাক

পড়ে

আবার

পরিবেশগত

কারণে

খোড়া

বা

কানা

,

অন্ধও

হতে

পারে

সুতরাং

একথা

বলা

যায়

যে

শারিরীক

গঠনের

জন্য

বংশগত

পরিবেশ

দুটোই

দায়ী

তবে

কোনটি

বেশী

দায়ী

সেটা

বলা

কঠিন

Slide2

শারিরীক গঠন

প্রনালীর বৈশিষ্ট (Anatomical traits):

যদিও

শরীরের

আকৃতি

এবং

কাঠামো

বেশীর

ভাগই

non-hereditary influences –

পুষ্টি

,

আবহাওয়া

,

ব্যায়াম

এবং

পেশায়

উপর

নির্ভর

করে

তথাপি

বংশগত

বিষয়ও

এই

ক্ষেত্রে

গুরুত্বপূর্ণ

বিষয়

Newman ,Freeman

এবং

Holznagerএর

গবেষণা

থেকে

জানা

যায়

যে

উচ্চতা

,

ওজন

,

হাতের

দীর্ঘতা

এবং

চওড়ার

দিকে

N.I.T

এর

চেয়ে

I.T

এর

মধ্যে

মিল

বেশী

শুধুমাত্র

ওজন

ছাড়া

I.Tদের

ভিন্ন

পরিবেশে

রাখলেও

অন্য

বৈশিষ্ট

মিল

ছিল

ব্যতিক্রমঃ

তবে

আবহাওয়া

,

খাদ্য

ঔষধ

অসুস্থ্যতার

কারনেও

মোটা

বা

রোগা

হতে

পারে

এটা

পরিবেশের

প্রভাবে

হয়ে

থাকে

তবে

জন্ম

থেকে

১৭

বৎসর

পর্যন্ত

পরিবেশগত

কারনে

body growth pattern

এর

উপর

গুরুত্বপূর্ণ

প্রভাব

ফেলে

উদাহরন

সরূপ

বলা

যায়

ইহুদী

জাপানিজ

পরিবারের

শিশুদের

তাদের

পিতামাতার

সাথে

তুলনামূলক

গবেষণা

করলে

ফলাফলে

দেখা

গেছে

যে

এসব

পরিবারের

ছেলে

মেয়েরা

তাদের

মা-বাবার

চেয়ে

গড়ে

১”-২”

বেশী

লম্বা

হয়

এটার

কারনে

দেখা

গেছে

যে

একটি

নির্দিষ্ট

সময়

মানব

দেহের

নমনীয়তার

জন্য

অনুশীলনের

ফলে

অথবা

স্থান

পরিবর্তনের

কারণে

এধরনের

পরিবর্তন

সুতরাং

,

বলা

যায়

যে

শারিরীক

বিভিন্ন

বৈশিস্টের

উপর

বংশগত

পারিপার্শ্বিক

উভয়

প্রভাবই

অনস্বীকার্য

Slide3

৩। সহজাত

আচরণ

(Physiological traits)

Physiological

এবং

phychological

প্রক্রিয়ার

মধ্যে

নিবিড়

সম্পর্ক

রয়েছে

রাগ

ভয়ের

সাথে

শারিরীক

লক্ষন

জড়িত

এবং

ফলে

রক্তচাপ

বেড়ে

যায়

নাড়ীর

স্পন্দনের

হারও

বেড়ে

যায়

তবে

এসব

ক্ষেত্রে

ব্যক্তি

স্বাতন্ত্রতা

লক্ষ্য

করা

যায়

এই

প্রতিক্রিয়া

উচ্চ

প্রতিক্রিয়াশীল

nervous

লোকদের

মধ্যে

তীব্র

থাকে

কম

প্রতিক্রিয়াশীল

nervous system

লোকদের

চেয়ে

বিভিন্ন

investigation

বিভিন্ন

সময়ে

twin study method

ব্যবহার

করে

physiologicalএবং

neurological

ক্রিয়াকর্মের

জন্য

genetic factors

এর

role

সনাক্ত

করেন

একটি

পরীক্ষায়

দেখা

গেছে

যে

I.T

দের

মধ্যে

রক্তচাপ

বৃদ্ধির

গড়

পার্থক্য

= 5 .1

কিন্তু

N.I.T ,, ,, ,, ,, ,, ,, = 8 .1

এই

তথ্য

হতে

বোঝা

যায়

যে

I.T

দের

মধ্যে

যোগাযোগ

ছিল

বা

ঘনিষ্ঠতা

বেশী

ছিল

সুতরাং

বলা

যায়

যে

এক্ষেত্রে

বংশগতি

বিশেষ

ভূমিকা

পালন

করে

আবার

- ১৯৩০

সালে

ডক্টর

সিং

ভারতের

অরন্য

থেকে

২টি

বালিকাকে

উদ্ধার

করেন

যারা

সেখানে

বাঘের

বাচ্চাদের

সঙ্গে

বাস

করছিল

জন্ম

সূত্রে

তারা

মানব

শিশু

হিসাবে

দুই

হাত

দুই

পা

নিয়ে

জন্মগ্রহণ

করলেও

তারা

হাঁটু

কনুই

এর

উপর

ভর

করে

দাঁড়ায়

তাদের

এই

আচরনের

জন্য

পরিবেশই

দায়ী

ছিল

Slide4

৩।প্রথম ঋতুবতী

হওয়ার

বয়স (Age of the first menstruation):

এটা একটা শারিরীক বৈশিস্ট্য।আংশিক বংশগতি এবং আংশিক মনস্তাত্বিক প্রভাব।পরিনত মহিলা প্রতিমাসে ঋতুবতি হন । প্রতিটি মেয়ের একই বয়সে

menstruation

হয়

না

এর

কারন

বংশগত

পরিবেশ

দুটোই

দায়ী

Newman ,Freeman,

Holzinger

এর

গবেষণামূলক

পরীক্ষায়

দেখা

গেছে

যে

অভিন্ন

জমজদের

ঋতুবতী

হওয়ার

বয়সের

গড়

পার্থক্য

= ২. ৮

মাস

ভিন্ন

,, ,, ,, ,, ,, ,, = ১২

মাস

N.T.Sibling

,, ,, ,, ,, ,, ,, = ১২. ৯

মাস

মা

কন্যার

,, ,, ,, ,, ,, ,,

= ১৮. ৬

মাস

অভিন্ন

জমজদের

মধ্যে

এই

পার্থক্য

সবচাইতে

কম

হওয়ায়

এতে

বংশগতির

প্রভাব

প্রমাণিত

হয়

আবার

পরিবেশের

কারনের

এই

সময়ের

কিছু

পার্থক্য

হয়ে

থাকে

যেমন

গরম

দেশের

মেয়েদের

ঋতুস্রাব

সাধারণত

তাড়াতাড়ি

হয়

শীত

প্রধান

দেশের

মেয়েদের

চেয়ে

এটা

হচ্ছে

পারিপার্শ্বিকতার

প্রভাব

Slide5

৫। আয়ূকাল (Longevity )

যদিও

বা

বিভিন্ন

পারিপার্শ্বিক

বিষয়

accident

দ্বারা

প্রভাবিত

হয়

তবুও

genetic influence

আয়ূকাল

এর

উপর

প্রভাব

বিস্তার

করে

একটি

পরীক্ষায়

দেখা

গেছে

যে

৬০

বছরের

পর

I.T

দের

মধ্যে

আয়ূকালের

পার্থক্য

৩৬ .৯

মাস

আর

N.I.T

দের

,,

,, ,,

-

৭৮. ৩

মাস

আয়ূসীমা

কিছুটা

বংশগত

ভাবে

কাজ

করে

যার

জন্য

অভিন্ন

জমজদের

বেলায়

এই

পার্থক্য

কম

আকার

দেখা

যায়

পরিবেশের

কারনে

পাশ্চাত্য

দেশের

তুলনায়

আমাদের

আয়ূসীমা

কম

হয়

তবে

চিকিৎসা

,

পুষ্টি

ইত্যাদি

আধুনিক

চিকিৎসার

উন্নতির

ফলে

গড়

আয়ূ

অনেক

ক্ষেত্রেই

আগের

তুলনায়

বৃদ্ধি

পেয়েছে

Slide6

৬। সঞ্চালন

ক্ষমতা

(Motor ability )

সঞ্চালন

ক্ষমতা

বংশগতির

উপর

বেশী

নির্ভরশীল

,

হিসাবে

প্রমাণিত

হয়েছে

বিভিন্ন

পরীক্ষায়

দেখা

গেছে

যে

দের

উচ্চতা

৪- ৪ ১\২

বৎসর

বয়সে

হঠা

করে

বৃদ্ধি

পায়

তেমনি

বসার

প্রথম

সময়

,

হাটার

প্রথম

সময়ে

,

চোখের

গতি

সঞ্চালনে

N.I.T

দের

চেয়ে

I.T

দের

মধ্যে

সাদৃস্য

লক্ষণীয়

। এ

ক্ষেত্রে

প্রমান

পাওয়া

যায়

যে

বংশগতির

প্রভাব

বিশেষভাবে

নির্ভরশীল

তবে

শিক্ষার

মাধ্যমে

এসব

কৌশলের

কিছুটা

উন্নতি

করা

সম্ভব

এক্ষেত্রে

পরিবেশের

প্রভাব

লক্ষণীয়

Slide7

৭। শারিরীক

বৈকল্য

এবং রোগ (Physical defect and diseases)

কিছু

কিছু

রোগ

বংশগতির

প্রভাবে

একজনের

থেকে

অন্যজনের

দেহে

স্থানান্তরিত

হয়ে

থাকে

যেমন

ডায়াবেটিস

, Hemophilia

এবং

নানা

ধরনের

চক্ষু

কর্ণ

রোগ

Jost

Sountag

উচ্চরক্ত

চাপ

এর

রোগীর

উপর

গবেষণামূলক

নিরীক্ষা

করে

দেখেছেন

যে

I.T

দের

মধ্যে

রক্তচাপের

পার্থক্য

হয়

৫.১

এবং

N.I.T

দের

পার্থক্য

হয়

৮.৪ ।

শারিরীক

ত্রুটি

শুধুমাত্র

বংশগতি

দায়ী

নয়

পরিবেশের

প্রভাব

গুরুত্ব

পূর্ণ

যেমন

দুর্ঘটনার

ফলে

শারিরীক

ত্রুটি

Slide8

৮।মানসিক ত্রুটি

এবং

প্রতিবন্ধকতা (Mental defect and retardation )

এমন

কত

গুলো

ত্রুটি

আছে

সে

গুলো

শুধু

মাত্র

বংশধারার

উপর

নির্ভর

করে

এবং

বুদ্ধি

মত্তা

কে

স্থূল

করে

দেয়

। এ

ধরনের

কিছু

বিশেষ

রোগ

সম্পর্কে

নিম্নে

আলোচনা

করা

হলো

-

ক)

Phynylketonurea

:

জন্মগত

বিকাশ

ত্রুটির

কারণজনিত

রোগ

ফিনাইল

এলানাইন

হাইড্রোজিনেজ

এনজাইম

এর

অনুপস্থিতিতে

বিষাক্ত

রাসায়নিক

উপাদান

শরীরে

জমা

হয়

এবং

মস্তিষ্ক

স্নায়ুমণ্ডলী

স্বাভাবিক

কর্মক্ষমতা

হারিয়ে

ফেলে

,

ফলে

শিশুদের

বুদ্ধিহীনতা

মানসিক

জড়তা

দেখা

দেয়

ছোটবেলায়

ধরা

পড়লে

বিশেষ

পথ্য

ব্যবস্থার

মাধ্যমে

চিকিৎসা

করা

হলে

রোগের

কম

হয়

বংশগত

কারনে

হলেও

পরিবেশের

প্রভাব

কিছুটা

উন্নত

করা

যায়

খ) Infantile

amaurtic

family idiocy : এ

রোগের

প্রকৃত

কারন

হলো

চর্বির

বিপাক

ক্রিয়ার

ত্রুটির

মস্তিষ্কের

কোষ

সমূহে

চর্বি

জমে

যায়

ফলে

একটি

অস্বাভাবিক

রকমের

ত্রুটি

মস্তিষ্কের

স্নায়ূকোষ

এবং

spinal cord এ

পরিলক্ষিত

হয়

ফলে

পেশীর

দুর্বলতা

দেখা

যায়

এরোগ

একমাত্র

বংশধারার

উপর

নির্ভর

করে

।।

বাবা

মা

যদি

নিকটতম

আত্মীয়

হয়

তবে

এরোগ

হওয়ার

সম্ভাবনা

বেশী

থাকে

জিনের

মাধ্যমে

এরোগ

বাবা-মা

থেকে

সন্তান

সন্ততিতে

স্থানান্তরিত

হয়

গ) Cerebral

Schelerosis

:

মস্তিষ্ক

জনিত

রোগ

দুটি

recessive

বা

দুর্বল

জিনের

কারনে

যে

ভ্রুনের

সৃষ্টি

হয়

সেই

শিশুর

মধ্যে

রোগ

দেখা

যায়

। এ

রোগ

শিশুকে

নির্বোধ

বুদ্ধিহীন

করে

দেয়

এটা

সম্পূর্ণ

বংশগত

ঘ)

Huntington’s chorea :

এটা

নার্ভের

রোগ

এবং

বংশগত

একই

পরিবারের

বিভিন্ন

সদস্যকে

সংক্রামিত

করে

।Single dominant

জিনের

জন্য

রোগটি

হয়

ঙ) Mongolism : এ

রোগটিও

বংশগত

স্বাভাবিক

ভাবে

পিতার

কাছ

থেকে

২৩

জোড়া

এবং

মার

কাছ

থেকে

২৩

জোড়া

মোট

৪৬

জোড়া

ক্রোমোজোম

নিয়ে

ভ্রুনের

সৃষ্টি

হয়

কিন্তু

ক্রোমোজোমের

বিভাজনের

ত্রুটি

ঘটার

কারনে

৪৬

এর

পরিবর্তে

৪৭

জোড়া

ক্রোমোজোম

নিয়ে

ভ্রুন

সৃষ্টি

হলে

সেই

শিশুর

মধ্যে

Mongolism

নামক

নির্বুদ্ধিতা

দেখা

যায়

Slide9

৯। মানসিক

ভারসাম্যহীনতা

( Mental disorders )ঃ

কিছু

মানসিক

disorders

এর

উৎপত্তি

হলো

genetic ,

তবে

মনোবিজ্ঞানীদের

মতে

– এ

ব্যাপারে

মতানৈক্য

রয়েছে

মানসিক

রোগগুলো

আবার

পরিবেশের

কারনেও

হতে

পারে

এই

মানসিক

ভারসাম্য

হীনতাকে

দুভাগে

ভাগ

করা

হয়েছে

ক) Functional psychosis

বা

বদ্ধ

পাগল

খ ) Psycho

nevrosis

বা

মৃদু

পাগল

অনেকে

এদেরকে

বংশগতির

প্রভাব

মনে

করলেও

অনেক

মনোবিজ্ঞানী

বিশ্বাস

করেন

যে

পরিবেশ

বিশেষ

করে

পূর্ণ

জীবনের

অভিজ্ঞতাই

এই

অস্বাভাবিকতার

প্রধান

কারন

Functional psychosis

আবার

দু

ধরনের

হতে

পারে

যেমন

-

1) Manic depressive psychosis

2) Schizophrenia psychosis

1) Manic depressive psychosis :

পরিবেশ

যদি

সব

সময়

বিরুদ্ধাচারনে

হয়

তবে

এই

অবস্থাকে

চরম

পাগলামি

বলে

লক্ষন

হলো-উদাসভাব

,

অতিরিক্ত

বিস্ময়তা

,

শরীরের

অযত্ন

,

পালিয়ে

যাওয়া

। Newman, Freeman ও

Holzinger

গবেষণামূলক

নিরীক্ষার

মাধ্যমে

প্রমাণ

করেছেন

যে

, এ

ধরনের

মানসিক

রোগের

কারন

হলো

জিন

এর

প্রভাব

থাকলেও

পরিবেশের

প্রভাব

বেশী

2) Schizophrenia psychosis – এ

রোগে

মানুষ

বদ্ধ

পাগল

হয়ে

যায়

এর

জন্য

বংশগত

পরিবেশ

উভয়ই

দায়ী

Kallman

নামক

একজন

মনোবিজ্ঞানী

৭৯৪ Schizophrenia

psychosis

রোগীর

উপর

সমীক্ষা

চালিয়ে

দেখেছেন

,

যারা

আত্মীয়

তাদের

সন্তানের

মধ্যে

রোগের

প্রবণতা

বেশী

এছাড়া

একই

পরিবেশে

মানুষ

সমকোষী

যমজদের

মধ্যে

৯১

এবং

ভিন্ন

কোষী

যমজদের

মধ্যে

৭৮ ।

থেকে

প্রমানিত

হয়

যে

এটা

বংশগত

তবে

পরিবেশের

প্রভাব

কিছুটা

প্রভাব

বিস্তার

করে

Slide10

১০। বুদ্ধিমত্তা(Intelligent )

বুদ্ধিমত্তা হলো- পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়ানোর ক্ষমতা

বুদ্ধাংকের সাহায্যে বুদ্ধিমত্তা পরিমাপ করা হয় । বুদ্ধাংক হলো প্রকৃত বয়স ও মানসিক বয়সের অনুপাত ।

অর্থাৎ সূত্র টি দিতে হবে ।

মানুষের সাধারণ বুদ্ধাংক ১০০এর উপরে গেলে

Geneus

এবং নীচে গেলে কম বুদ্ধি বলে।

Newman, Freeman

Holzinger

অভিন্ন ও ভিন্ন যমজদের মধ্যে বুদ্ধিমত্তার লেভেল পরীক্ষা করেছেন-

Performa --

অভীক্ষা দ্বারা ।

ভিন্ন

যমজদের

মধ্যে

বুদ্ধিমত্তার

তারতম্য

ছিল

-৯.৯

এবং

অভিন্ন

যমজদের

মধ্যে

বুদ্ধিমত্তার

তারতম্য

ছিল

= ৫.৯ ।

তাঁদের

মতে

অভিন্ন

সময়কে

ভিন্ন

পরিবেশে

এবং

অভিন্ন

যমজকে

আবার

একই

পরিবেশে

রাখলে

যমজদের

I.Q

তে

যোগাযোগ

ছিল

Burk

এর

গবেষণায়

দেখা

গেছে

২০৪

জন

অভিন্ন

যমজ

শিশুকে

বা

পালক

বাড়ীতে

রাখা

হলো

,

আর

একটি

নিয়ন্ত্রণ

গ্রুপে

১০৫

জনকে

আসল

বাবা-মার

কাছে

রাখা

হলো

তিনি

জানতে

চেয়েছিলেন

দুই

গ্রুপের

ছেলেমেয়ের

মধ্যে

মা

-

বাবার

সাথে

বুদ্ধিমত্তার

যোগাযোগ

ফলাফলে

দেখা

গেছে

যে

আসল

মা

-

বাবার

সাথে

সন্তানদের

সম্পর্ক

বেশী

ছিল

foster

মা-বাবার

চেয়ে

Leahy

নামক

একজন

মনোবিজ্ঞানী

একই

মতামত

প্রকাশ

করেছিলেন

বুদ্ধিমত্তা

প্রসঙ্গে

। Burk

এবং

Leahy

তাঁদের

পরীক্ষায়

যে

ফলাফল

পাওয়া

গিয়েছিলো

নিম্নের

চার্টের

মাধ্যমে

দেখানো

হলো

Slide11

Leahy নামক

একজন মনোবিজ্ঞানী ও একই

মতামত

প্রকাশ

করেছিলেন

বুদ্ধিমত্তা

প্রসঙ্গে

। Burk

এবং

Leahy

তাঁদের

পরীক্ষায়

যে ফলাফল পাওয়া গিয়েছিলো নিম্নের চার্টের মাধ্যমে দেখানো হলো – E.gcomparison of foster and true parent child correlations.যদিও I.Q এর ক্ষেত্রে বংশ ধারায় বিরাট প্রভাব রয়েছে তবে পরিবেশের প্রভাব অনস্বীকার্য। পরিবেশও I.Q উন্নয়নে বিরাট ভূমিকা রাখে ।

Fathers intelligent Mothers intelligentBurkChild number Foster child True childFoster childTrue childLeahy204 জন 105 জন 204 জন 105 জন .07 .15 .45 .51 .14 .02 .45 .51

Slide12

১১। ব্যক্তিত্ব (Personality)

মানুষের

আচরনের

সামগ্রিক

বৈশিষ্ট

হলো

ব্যক্তিত্ব

ব্যক্তিত্ব

এমন

জিনিস

,

যা পরিবেশের সাথে প্রতিক্রিয়া করতে করতে অর্জিত হয় । এই ব্যক্তিত্ব গঠনে বংশগতির প্রাধান্যের কথা উল্লেখ করে । গ্যাল্টোন, থনডাইক প্রমূখ বিজ্ঞানীরা বলেন – শিশু যে বংশ ধারা নিয়ে

জন্মাবে সে বংশ ধারাই সম্পূর্ণ ভাবে তার ভবিষ্যৎ ব্যক্তিসত্তার প্রকৃতি নির্ণয় করবে তার পরিবেশ যেমনই হোক না কেন । Pearson বলেন , মানুষের ব্যক্তিত্বের জন্য বংশগতি দায়ী । অন্য একজন মনোবিজ্ঞানী Jones এর বিরোধীতা করে বলেন ব্যক্তিত্ব শুধু বংশগতির প্রভাবেই হয় না । এটা

মানুষ

অর্জিত

করে

পরিবেশের

সাথে

বিভিন্ন

প্রক্রিয়ার

মাধ্যমে

জিনের

মাধ্যমে

বাবা-মার

ব্যক্তিত্বের

বৈশিষ্ট

সন্তানের

দেহে

স্থানান্তরিত

হয়

কিন্তু

পরিবেশের

প্রভাব

তা

বদলাতে

পারে

Slide13

১২।নিরক্ষরতাঃ

নিরক্ষরতার ব্যাপারে বংশগতি এবং পরিবেশের পারস্পারিক অবদান, বিভিন্ন অবস্থায় বা দেশে বিভিন্ন রকম।যেমন –ইংল্যান্ডে ৪০ বছরের নীচে পূর্ণ বয়স্ক ব্যক্তিদের নিরক্ষরতার কারণ প্রধানতঃ মানসিক অপূর্ণতা অথবা অন্ধত্বের জন্য । সুতরাং দেখা যাচ্ছে যে ৪০ বছরের কেউ নিরক্ষর থাকলে আমাদের দেশে তার কারণ পরিবেশ ।কিন্তূ পাশ্চাত্য দেশে এর কারণ বংশগত ।

বংশগত এবং

পরিবেশ

– এ

দুয়ের

মধ্যে

কোনটা

বেশী

শক্তিশালী

তা নির্ধারন করা এখনও সম্ভব হয় নি । তবে শিশু জন্মের সময় তার বংশগতি প্রধান , আবার জন্মের পর তার দৈহিক মানসিক দিক হতে

যে বর্ধন হয় তাতে বংশগত প্রভাবের সাথে পরিবেশের প্রভাবও অত্যন্ত গুরুত্বপূর্ণ । কেননা মানুষের জন্মের পর হতে মৃত্যু পর্যন্ত এই দুটির প্রভাব সর্বত্র লক্ষনীয়। সুতরাং বলা যায় – Heredity determine what we can .Environment what we do .